E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

এক সপ্তাহ বন্ধ থাকার পর যমুনা থেকে সার উত্তেলন শুরু

২০২০ সেপ্টেম্বর ৩০ ২৩:২৫:১৯
এক সপ্তাহ বন্ধ থাকার পর যমুনা থেকে সার উত্তেলন শুরু

জামালপুর প্রতিনিধি : এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ যমুনা সার কারখানা থেকে সার উত্তোলন শুরু হয়েছে। জমাট বাঁধা, নিন্মমান ও ওজনে কম থাকার অভিযোগে ২৩ সেপ্টেম্বর থেকে সার উত্তোলন বন্ধ করেছিল পরিবেশকরা।

আমাদানি করা দেড় মেট্রিকটন সার উত্তোলন করার শর্তে আজ বুধবার থেকে সার উত্তোলন শুরু হয়।

আমদানি করা জমাট বাঁধা সার না নেওয়ার দাবিতে ২৩ সেপ্টেম্বর থেকে পরিবেশকরা (ডিলার) সার তোলা বন্ধ করে দিয়েছিলেন।

একটি ট্রাকের মধ্যে দুই টন আমদানি করা সার নেওয়া বাধ্যতামূলক ছিল। এ সার জামাট বাঁধা, নিন্মমানের ও ওজনেও কম থাকায় পরিবেশকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল।

কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পরিবেশকদের আলোচনার মাধ্যমে দুই টনের স্থলে গতকাল বুধবার থেকে একটি ট্রাকে দেড় মেট্রিক টন আমদানি করা সার নেওয়ার মাধ্যমে সমঝোতা হয়। ফলে সার তোলা শুরু করেছেন পরিবেশকরা।

যমুনা সার কারখানার ব্যবস্থাপক (বানিজ্যিক) মো: ওয়ায়েছুর রহমান জানিয়েছেন, পরিবেশকদের দাবির প্রেক্ষিতে এখন থেকে দেড় টন আমদানি করা সার নেওয়ার নিয়ম করা হয়েছে। ফলে পরিবেশকরা যথা নিয়মে সার তোলা শুরু করেছেন।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২০)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test