E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নেশার টাকার জন্য বৃদ্ধ মাকে মারপিট, ছেলের কারাদণ্ড

২০২০ অক্টোবর ০৪ ১৮:৪৫:২৬
নেশার টাকার জন্য বৃদ্ধ মাকে মারপিট, ছেলের কারাদণ্ড

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : নেশার টাকার জন্য বৃদ্ধ মাকে মারপিট করার দায়ে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামের মাদকাসক্ত ছেলে মোঃ শাওন (২০) কে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মায়ের অভিযোগ পেয়ে রবিবার (০৪অক্টোবর) দুপুর ২ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম। 

জানা গেছে, দন্ডপ্রাপ্ত মোঃ শাওন বিবাহিত। সে আব্দুল মজিদের ছেলে। নেশার টাকার জন্য সে সংসারে অশান্তি করত। এমনকি নেশার টাকার জন্য প্রায়ই বৃদ্ধ মাকে অত্যাচার ও মারপিট করত। রবিবার নেশার টাকার জন্য বাড়িতে চরম অশান্তি শুরু করে। এক পর্যায়ে সে মাকে মারধর শুরু করে। তাকে নিবৃত্ত করতে তার মামা আঃ জব্বার চেষ্টা করলে নেশাকারী তার মামাকেও মারধর করে। অসহায় মা ও মামার কান্নায় ছুটে এসে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে।

পরে তার মা রিপনা খাতুন ( ৬০) শরণাপন্ন হয় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাছে। সাজার ব্যাপারে তার মা রিপনা খাতুন বলেন, সে আমাকে নেশার টাকার জন্য নিয়মিত অত্যাচার করত। তার অত্যাচার মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় আজ আইনের সাহায্য চেয়েছি। আমি মা হয়েও ছেলের সাজা চাই। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারা অনুযায়ী মাদকাসক্ত মোঃ শাওনকে সাজা প্রদান করেন।

(ডি/এসপি/অক্টোবর ০৪, ২০২০)

পাঠকের মতামত:

১৫ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test