E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন  

২০২০ অক্টোবর ০৬ ১৪:২৬:২১
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন  

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : 'ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই' দাবিতে মঙ্গলবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে ধর্ষণ বিরোধী মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ঈশ্বরদী উপজেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জিকরুল আয়াম সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ মাসে দেশে ৯৮১ টি ধর্ষণ, ধর্ষণের পর ৪১ জনকে হত্যা এবং ধর্ষিতা ৯ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে । এসময়ে ১২০ জন শিশু ধর্ষিত হয়েছে। আইন প্রণেতাদের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা আরো বলেন, ধর্ষণের শাস্তিমূলক আইন মৃত্যুদন্ড চাই। সাতদিনের মধ্যে ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের মাধ্যমে জঘন্য অপরাধের সুষ্ঠু বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

এসময় শিক্ষার্থী আল শাহরিয়ার, রঙ্গন মোস্তাফিজ, দীপ্ত, আয়েশা সিদ্দিক, ফয়সাল, ইমরানুজ্জামান, তৌফিক বক্তব্য রাখেন।

(এসকেকে/এসপি/অক্টোবর ০৬, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test