E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

২০২০ অক্টোবর ০৮ ১৫:৪০:৪০
ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

রাণীশংকৈল প্রতিনিধি : ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করার এবং সম্প্রতি একাধিক ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার দাবীতে ঠাকুরগাঁও রাণীশংকৈলে মানববন্ধন হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত এ উপজেলার শিক্ষার্থীরা সচেতন রাণীশংকৈলবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করেন। 

পূর্ব ঘোষিত কর্মসুচি অনুযায়ী বৃহস্পতিবার(৮ অক্টোবর) সকাল ১০ টায় শিবদিঘী চৌরাস্তা মোড়ে প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয় ছাত্রলীগের ফজিলাতুননেসা মুজিব হল শাখার সাংগঠনিক সম্পাদক এ জেড এম বর্ণী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাসির আল মামুন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলাল হোসেন। এছাড়াও স্থানীয় কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার সাবেক ছাত্রলীগ নেতা তারেক আজিজ ও সাব্বির হোসেন।

এসময় বক্তরা, সম্প্রতি একাধিক ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে অবিলম্বে ফাঁসি দেওয়ার দাবী করে, ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করার জোর দাবী জানান। এদিকে উপজেলার উপ-শহর নেকমরদ চৌরাস্তা শহীদ মিনার প্রাঙ্গণে একই দাবীতে নেকমরদ ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

(কেএস/এসপি/অক্টোবর ০৮, ২০২০)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test