E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ড্রেস রুল অমান্য : গৌরনদী থানার তিন এসআই ক্লোজড

২০২০ অক্টোবর ০৯ ০০:১৬:৪২
ড্রেস রুল অমান্য : গৌরনদী থানার তিন এসআই ক্লোজড

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ড্রেস রুল অমান্য করে ব্রিফিং প্যারেডে (রোলকলে) অংশ গ্রহণ করার কারণে বরিশালের গৌরনদী মডেল থানার তিন উপ-পরিদর্শককে (এস.আই) বুধবার ক্লোজড করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম। তাদেরকে বুধবার রাতেই জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ক্লোজডকৃতরা হলেন- এসআই সাধন কুমার মন্ডল, মো. শরিফুল ইসলাম, মোঃ মিনহাজুল ইসলাম।

বুধবার বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম-বার) গৌরনদী থানা পরিদর্শনের সময় ওই তিন এসআই’র পরিধেয় ইউনিফরম দৃষ্টিগোচর হওয়ার কারণে তাদেরকে ক্লোজড করে বুধবার রাতে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার নিশ্চিত করেছেন।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার জানান, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম-বার) বুধবার দুপুর আড়াইটার দিকে গৌরনদী মডেল থানা পরিদর্শনে আসেন। এ সময় থানার এসআই সাধন কুমার মন্ডল, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মিনহাজুল ইসলাম ড্রেস রুল অমান্য করে ব্রিফিং প্যারেডে (রোলকলে) অংশ গ্রহণ করলে পুলিশ সুপারের দৃষ্টি গোচর হয়। পোশাক আশাক (ড্রেস রুল) ঠিক না থাকার কারণে ওই তিন এসআইকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার মৌখিক নির্দেশ দেন পুলিশ সুপার। এরপর বুধবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে থানা থেকে তাদেরকে থানা থেকে সিসি দেয়া হয়েছে।

(টিবি/এসপি/অক্টোবর ০৯, ২০২০)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test