E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় এক পাচারকারি ও সাতজন নারী পুরষ আটক

২০১৪ আগস্ট ১৭ ১৭:৪০:৫৮
সাতক্ষীরায় এক পাচারকারি ও সাতজন নারী পুরষ আটক

সাতক্ষীরা প্রতিনিধি : একজন পাচারকারিসহ আটজন নারী ও পুরুষকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। রোববার দুপুর একটার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা বীজের উপর থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,নারায়নগঞ্জ জেলার সোনারগাও উপজেলার হাড়িয়া বৈদ্যপাড়া গ্রামের এছহাক আলীর ছেলে কবির হোসেন (৩২), একই গ্রামের জামান হোসেনের স্ত্রী সেলিণা খাতুন (২৪), হারুণ অর রশীদের স্ত্রী আসমা খাতুন (৩০), জাহাঙ্গীর হোসেনের স্ত্রী শিউলি খাতুন (২৬), একই জেলার চিটাগাং রোডের তোফাজ্জেল হোসেনের স্ত্রী শেলিনা আক্তার (২২), একই এলাকার ফুল মিঞার স্ত্রী সাজেদা খাতুন (২৪), একই গ্রামের হারুণ অর রশীদের মেয়ে লিজা খাতুন (২৫) ও পাচারকারি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের আসকার আউলিয়ার ছেলে আফসার আলী (২৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, একজন পাচারকারির মাধ্যমে সাতজন নারী ও পুরুষকে ভারতে পাঠানো হচ্ছে এটা জানতে পেরে বিনেরপোতা মাসের সেটের কয়েকজন ব্যবসায়ি তাদেরকে রোববার দুপুর একটার দিকে আটক করে থানায় খবর দেয়। এরই ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
পাচারকারি আফসার আলী জানান, তিনি ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার নাকুয়াদহ গ্রামের জিৈনক সাহেব আলীর মাধ্যমে সাতজনকে কাজ করার জন্য পাঠাচ্ছিলেন।
আটককৃত সাতজন নারী পুরুষ জানান, তারা মাথাপিছু সাত হাজার টাকার বিনিময়ে পাচারকারি আফসার আলীর মাধ্যমে ভারতে যাচ্ছিলেন।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পাসপোর্ট ও পাচার আইনে মামলা দায়ের করবে।
(আরকে/এএস/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test