E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে ৫৫৬ জন জেলেদের মাঝে ভিজিএফ’এর চাল বিতরণ

২০২০ অক্টোবর ১২ ১৩:১৪:৩৯
রাজবাড়ীতে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে ৫৫৬ জন জেলেদের মাঝে ভিজিএফ’এর চাল বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি : ‘নিরাপদ মাছে ভরবো দেশ-মুজিব বর্ষে বাংলাদেশ’ স্লোগানে রাজবাড়ী সদর ও গোয়ালন্দে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

এসময় ৫৫৬ জন জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তার আওতায় ভিজিএফএ’র ২০ কেজি করে চাল বিতরণ করা হয় ।

রবিবার বিকালে ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ ও গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আযোজনে জেলেদের মাঝে এ খাদ্য সহায়তা হিসেবে এ চাল বিতরন করা হয়।

গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নের ৮৫ জন ও মিজানপুর ইউনিয়নের ৪৭১ জন সহ মোট ৫৫৬ জন জেলের মাঝে ভিজিএফ’এর ২০ কেজি করে চাল বিতরন করা হয়।

এসময় উপস্থিতি ছিলেন, গোয়ালন্দ উপজেলা নিবার্হিী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন ও মিজানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান ও গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ।

খাদ্য সহায়তা বিতরন অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ১৪ অক্টবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ আহরন সহ যে কোন ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এসময় সকল জেলেদের এই ২২ দিন নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ জানান। সেই সাথে নদীতে সরকারি আদেশ অমান্য করে যদি কেই জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে তাহলে তাদের অইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করা হবে বলে জানান বক্তারা। নদীতে এই ২২ দিন ইলিশ রক্ষায় সরকারী আদেশ পালনে আইন শৃঙ্খলা বাহিনী, মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা সার্বক্ষনিক টহল দিবেন বলে জানান তারা।

(একেএ/এসপি/অক্টোবর ১২, ২০২০)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test