E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে দেশীয় অস্ত্র ও ককটেলসহ চেয়ারম্যান ও তার ভাই আটক

২০২০ অক্টোবর ১৫ ২৩:২০:৩৮
মাদারীপুরে দেশীয় অস্ত্র ও ককটেলসহ চেয়ারম্যান ও তার ভাই আটক

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর পৌর শহরের বিসিক শিল্প নগরী এলাকার সদর উপজেলার বাসা থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ চেয়ারম্যান আক্তার হাওলাদার (৪১) ও তার ভাই বখতিয়ার হাওলাদারকে (৩৩) বৃহস্পতিবার ভোর রাতে আটক করেছে র‌্যাব ৮ মাদারীপুুর ক্যাম্পের সদস্যরা।

আটক আক্তার হাওলাদার ও তার আপন ভাই বখতিয়ার হাওলাদার মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের মৃত আব্দুল মান্নান হাওলাদার ছেলে।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. ইফতেখারুজ্জামান বৃহস্পতিবার বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হাওলাদারের ভাই বখতিয়ার হাওলাদার একটি মামলার পালাতক আসামী। তাকে গ্রেপ্তারের জন্য ভোররাতে মাদারীপুর শহরের বিসিক শিল্প নগরীর এলাকায় চেয়ারম্যানের বাড়িতে অভিযান পরিচালনাকালে পলাতক আসামী বখতিয়ার এবং তার ভাই চেয়ারম্যান আক্তার হাওলাদারকে দেশীয় তৈরী ৩টি রামদা ও ৪টি ককটেলসহ আটক করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. ইফতেখারুজ্জামান জানান, আসামীদ্বয়কে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও ককটেলসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়েছে।

(এএস/এসপি/অক্টোবর ১৫, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test