E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

২০২০ অক্টোবর ১৭ ১৯:০০:৫৪
টাঙ্গাইলে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি : ‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ স্লোগানে টাঙ্গাইল সদর থানায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৭ আক্টোবর) সদর থানা ও ১৭নং বিট যৌথভাবে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ খান রোকন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলি প্রমুূখ।

গমাবেশ পরিচালনা করেন, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন। এসময় পুলিশের উর্র্ধতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও ১৭ নং বিটের জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রকাশ, টাঙ্গাইল জেলায় ১১৮টি ইউনিয়সহ ৬টি পৌর ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম চালু রয়েছে।

(আরকেপি/এসপি/অক্টোবর ১৭, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test