E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

যুবতীকে উঠিয়ে নিয়ে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১ 

২০২০ অক্টোবর ১৭ ১৯:০৪:৫৬
যুবতীকে উঠিয়ে নিয়ে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১ 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর-কলতাপাড়া সড়কের গুজিখাঁ এলাকায় রিক্সার গতিরোধ করে ভগ্নিপতি ও শালিকাকে উঠিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ। এসময় অপহরণকৃত দুলাভাই ও শ্যালিকাকে উদ্ধার করেছে পুলিশ। ঘঁনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার পৌর শহরের পশ্চিম দাপুনিয়া এলাকায়। 

জানা যায়, ঘটার দিন ভগ্নিপতি ও শালিকাকে নিয়ে রিক্সাযোগে যাচ্ছিল। এ সময় গৌরীপুর-কলতাপাড়া সড়কের গুজিখাঁ এলাকায় আসলে কয়েকজন যুবক রিক্সার গতিরোধ করে ভগ্নিপতি ও শালিকাকে অপহরণ করে পশ্চিম দাপুনিয়ার জুয়েল মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে দুলাভাইয়ের সামনে শালিকাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শ্যালিকাকে বাঁচাতে গেলে দুলাভাইকে মারধর ও মেরে ফেলার হুমকি দেয়। ভিকটিম জানায়, এ সময় দুর্বৃত্ত্বরা তার বোন জামাইকে ভয়ভীতি প্রর্দশন করে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ সামছুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ভিকটিম ও তার ভগ্নিপতিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার করা হয়েছে। ভিকটিমের বাড়ি নোয়াখালির বেগমগঞ্জে। ভগ্নিপতির বাড়ি গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয় ভিকটিম।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়ার আব্দুল গণির ছেলে মোঃ জুয়েল মিয়া (২৬) কে গ্রেফতার করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামী করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

(এস/এসপি/অক্টোবর ১৭, ২০২০)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test