E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে মাদকাসক্ত যুবক বাবুর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

২০২০ অক্টোবর ১৮ ২২:৪৮:৩৫
রায়পুরে মাদকাসক্ত যুবক বাবুর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চিহ্নিত মাদকাসক্ত যুবক বাবু ও বাহিনীর অত্যাচারে অতিষ্ট দেবীপুর এলাকাবাসি। বাবু হাওলাদার(৩০) উপজেলার ১০নং রায়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হালদার বাড়ীর সিরাজ হাওলাদারের ছেলে।

ভুক্তভোগীদের দেওয়া অভিযোগে জানা যায়, বাবু ও বাহিনীর অত্যাচারে এলাকায় আইপিএল জুয়া, মাদক রেচাকেনা, দখলবাজি, চাঁদাবাজী, চুরি ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করছে। এই বাহিনীর কারণে আতংকিত দেবীপুরের চালতাতলী এলাকার সাধারণ লোকজন। তার এই অত্যাচার থেকে মুক্তি পেতে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

অভিযোগে সূত্রে জানা যায়, ওই এলাকার সিরাজ হাওলাদারের ছেলে রারু দীর্ঘ দিন ধরে এলাকায় ত্রাস চালিয়ে আসছেন। তার এই অপকর্মে সহযোগিতা করছেন তার’ই পরিবারের লোকজন এবং বখাটে কিছু যুবক। গত সোমবার দেবীপুর গ্রামের মাছ বিক্রেতা সলেমান মিয়ার ছেলে রাসেল হোসেন(৩২)কে জুয়ার টাকা নিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে সে ও তার বাহিনী। জুয়ায় বাজিধরা টাকা নিরিহ মাছ বিক্রেতা সলেমান মিয়ার ছেলে রাসেলের কাছে রেখে তা জুয়ায় জিতে যাওয়া লোককে বাবুর অনুমতি ছাড়া দিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হয় সে। পরে তালতাতলী বাজারে একা পেয়ে বেধড়ক পিটিয়ে আহত করে নিরিহ রাসেলকে। এ নিয়ে থানায় অভিযোগও দায়েরে করেন রােেসল।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, বাবু খুবই বেপরোয়া প্রকৃতির লোক। সে প্রতিনিয়ত প্রভাব দেখিয়ে অবৈধভাবে সাধারণ লোকজনের বসতভিটা ও জায়গা সম্পতি দখল, চাঁদাদাবি এবং লুটপাট এবং মাদক ব্যবসায় সহযোগীতা করে আসছেন। তাদের দাবীকৃত চাঁদা দিতে না পরলে মারধর করে মারাত্বকভাবে জখম করে। নারীদের শ্লীলতাহানী সহ অপহরণের ভয় দেখায়।

এছাড়া তার লোকজন এলাকায় ছিনতাই চুরির ঘচনা ঘটায়। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মারধর করে। তারা হুমকি দেয় বেশি বাড়াবাড়ি করলে মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে দেবে। বলে বেড়ায় তাদের নাকি থানা প্রশাসনের সাথে সর্ম্পক রয়েছে। প্রশাসন নাকি তার কথা মত উঠে আর বসে। তাদের কারণে চরম অত্যাচারের শিকার হচ্ছে সাধারণ লোকজন।

এ অবস্থায় অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি প্রশাসনের সহযোগিতা পপ্র্যাশা করেছে। সাধারণ লোকজনের জান-মাল, সম্পদ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেগ কামনা করছে এলাকাবাসী। এ ব্যাপারে বাবুর বক্তব্য জানতে চাইলে হাসিয়ে উড়িয়ে দেন তিনি। নিজেকে নির্দোশ দাবি করে বলেন এটি শত্রু পেেক্ষর অপপ্রচার।

(পিআর/এসপি/অক্টোবর ১৮, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test