E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় যমুনা নদীর স্পার ভেঙে নদী গর্ভে

২০১৪ আগস্ট ১৮ ১০:৫৯:৩৮
বগুড়ায় যমুনা নদীর স্পার ভেঙে নদী গর্ভে

বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বানিয়াজানে (৫ নম্বর) স্পার ভেঙে এর এক-তৃতীয়াংশ যমুনা নদীতে বিলীন হয়ে গেছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট ‌ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল করিম আপেল ও ইউনিয়ন পরিষদ সদস্য হযরত আলি জানান, পানি বাড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের সামনেই এ ঘটনা ঘটে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হারুন অর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্পারের মূল স্ট্রাকচারের প্রায় ৫০ মিটার অংশ ভেঙে গেছে।

এখনি যদি কার্যকরী পদক্ষেপ না নেওয়া তবে বগুড়ায় ১৯৮৪ ও ১৯৮৮ সালের মতো ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন এলাকাবাসী।

(ওএস/এইচআর/আগস্ট ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test