E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজারে উপ-নির্বাচন : শূন্য ওয়ার্ডে তালা প্রতীকে শাহেল জয়ী

২০২০ অক্টোবর ২০ ২৩:০৫:৪৮
মৌলভীবাজারে উপ-নির্বাচন : শূন্য ওয়ার্ডে তালা প্রতীকে শাহেল জয়ী

মো.আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ৬নং শূন্য ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য পদে তালা প্রতীকে শাহ হেলাল শাহেল ৭৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকঠতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুর রহমান ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন সর্বমোট ৬৫৯ ভোট। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট গণনা শেষে উৎসব মুখর পরিবেশে এই ফলাফল ঘোষনা করেন দ্বায়িত্বরত প্রিজাইডিং অফিসার সুরেন্দ্র কুমার সিনহা।

এদিন সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষে হয় বিকাল ৫টার দিকে। ভোট গ্রহণ শেষেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর প্রতিনিধির উপস্থিতিতে চলে ভোট গণনা। নির্বাচনে তিনহাজার ৯৭জন ভোটারদের মধ্যে সর্বমোট ১হাজার ৮শত ৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রতিদ্বন্দ্বীতায় অংশ নেয়া প্রার্থীদের মধ্যে তালা প্রতীকে মো. শাহ হেলাল (শাহেল) ৭৬৬ ভোট পেয়ে জয়ী হন, ফুটবল প্রতীকে মো. সাইফুর রহমান ৬৫৯ ভোট পেয়েছেন, মোরগ প্রতীকে মো. বাবুল মিয়া পেয়েছেন ৩৩৮ ভোট আর সর্বকনিষ্ঠ প্রার্থী আপেল প্রতীকে মো. সুহেল আহমেদ পেয়েছেন মাত্র ১৯ ভোট।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ জুন অনুষ্ঠিত মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬নং ওয়ার্ডে আপেল মার্কা প্রতিকে নির্বাচনে অংশ নিয়ে প্রবীণ মুরব্বী ওয়াছির মিয়া বিজয়ী হন। চলতি বছরের ৬ মে মোঃ ওয়াছির মিয়া গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ওই ওয়ার্ড শূন্য হয়। এর পরই ওই ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনের জন্য চলতি মাসের আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচনের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।

(একে/এসপি/অক্টোবর ২০, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test