E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কলারোয়ায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর জয়লাভ

২০২০ অক্টোবর ২০ ২৩:১৩:২০
কলারোয়ায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর জয়লাভ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সম মোরশেদ আলী  ৬৮০৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী পেয়েছে মোটরসাইকেল প্রতীক পেয়েছেন ৫৬৭৮ ভোট।

উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, প্রাপ্ত ভোটের ফলাফলে সম মোরশেদ আলী (নৌকা প্রতিক) বেসরকারি ভবে নির্বাচিত হয়েছেন। কেরালকাতা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তারা হলেন, মো. নেছার আলী, আব্দুর রউফ ও স ম মোরশেদ আলী। অপর স্বতন্ত্র প্রার্থী মো: নেছার আলী (আনারস প্রতীক) পেয়েছেন ৭৬৮ ভোট। কেরালকাতা ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭৪৪৫ জন। এরমধ্যে মোট ১৩৪৩ জন ভোটার ভোট প্রদান করেন।

এদিকে, সাতক্ষীরা জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডের (শ্যামনগর) উপ নির্বাচনে বিজয়ী হয়েছেন মো: মাকসুদুর রহমান মুকুল। তার প্রতীক ছিলো টিউবঅয়েল। সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ হলরুমে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বেলা ২ টা পর্যন্ত। মোট ৬৫ জন ভোটারের মধ্যে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন উপজেলার রমজাননগর ইউনিয়নের মৃত শেখ আব্দুর রউফ এর ছেলে মো. মাকসুদুর রহমান মুকুল।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৈখালী ইউপির সাবেক চেয়ারম্যান মল্লিক ফজলুল মল্লিক পেয়েছেন ২২ ভোট। এছাড়া মো: আজিজুর রহমান সোহাগ পেয়েছেন ৮ ভোট এবং স.ম. মাহাবুব-ই এলাহী পেয়েছেন ১ ভোট।

(আরকে/এসপি/অক্টোবর ২০, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test