E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক চুল্লিসহ যন্ত্রাংশ মোংলা বন্দরে, খালাস শুরু

২০২০ অক্টোবর ২১ ১৭:১৮:১৫
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক চুল্লিসহ যন্ত্রাংশ মোংলা বন্দরে, খালাস শুরু

বাগেরহাট প্রতিনিধি : পাবনার রূপপুরে নির্মানাধিন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্রাংশ নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটরসহ আনুসাঙ্গিক যন্ত্রাংশ মোংলা বন্দর থেকে খালাস শুরু হয়েছে। ‘এমভি ডাইসি’ নামক জাহাজটি ২৩৫৫ মেট্রিক টন ওজনের পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটর রাশিয়ার ভলগা বন্দর থেকে যাত্রা শুরু করে প্রায় ১৪ হাজার কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিয়ে মঙ্গলবার রাতে মোংলা বন্দরে এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সকাল থেকে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটসহ আমদানীকৃত আনুসাঙ্গিক যন্ত্রাংশ খালাস শুরু হয়। সড়ক পথে বুধবার বিকাল থেকে বোঝাইকৃত ট্রাকগুলো পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটসহ আনুসাঙ্গিক যন্ত্রাংশ রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যেশে পাঠানোর কাজ শুরু হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান জানান, শুধু সড়ক পথ নয় নদী পথেও খালাসকৃত পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটসহ আনুসাঙ্গিক যন্ত্রাংশের একটি বড় অংশ রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যেশে পাঠানো হবে। এজন্য রূপপুর পাঠানোর আগ পর্যন্ত বন্দর জেটিতে সংরক্ষণ ও সড়ক এবং নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। আগামী ৫ নভেম্বরের মধ্যে ২৩৫৫ মেট্রিক টন ওজনের পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটরসহ সব যন্ত্রাংশ খালাস করে ‘এমভি ডাইসি’ নামক জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে বলেও জানান বন্দর চেয়ারম্যান।

(এসএকে/এসপি/অক্টোবর ২১, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test