E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

রায়হান হত্যা’র প্রতিবাদে মৌলভীবাজারে খেলাফত মজলিসের বিক্ষোভ

২০২০ অক্টোবর ২২ ২৩:০৬:৪৭
রায়হান হত্যা’র প্রতিবাদে মৌলভীবাজারে খেলাফত মজলিসের বিক্ষোভ

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : সম্প্রতি সিলেট কতোয়ালী থানার আওতাধিন বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি হেফাজতে রায়হান হত্যা, দেশব্যাপী নারী নির্যাতন,ধর্ষণ, দুর্নীতি,লুটপাট,রাজনৈতিক নিপীড়ণের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে শহরের দেওয়ানী জামে মসজিদ প্রাঙ্গন থেকে খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এসআর প্লাজার সামনের সড়কে সমাবেশে মিলিত হয়। এসময় নেতাকর্মীরা নানা প্রতিবাদী স্লোগানের মাধ্যমে পুরো এলাকা প্রকম্পিত করে তুলে।

সংগঠনের জেলা শাখার যুগ্ম সম্পাদক সৈয়দ সাইফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল, সহ-সভাপতি কাজী এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক এমএম আতিকুর রহমান, ছাত্র মজলিসের শহর সভাপতি হাসান আহমদ খান, খেলাফত মজলিসের জেলা নির্বাহী সদস্য কাজী ফয়ছল আহমদ স্বপন। সমাবেশ শেষে খেলাফত মজলিসের শহর শাখার সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ এর মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্তি হয়।

(একে/এসপি/অক্টোবর ২২, ২০২০)

পাঠকের মতামত:

০৩ ডিসেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test