E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় কারেন্ট জালসহ ১৫ কেজি ইলিশ জব্দ 

২০২০ অক্টোবর ২৫ ১৬:২১:৪৩
পাংশায় কারেন্ট জালসহ ১৫ কেজি ইলিশ জব্দ 

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় মা ইলিশ রক্ষায় অভিযানে ১ লক্ষ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সরকারি দেয়া নিষিদ্ধ ঘোষিত সময়ে মা ইলিশ রক্ষা অভিযানে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর (দুইটি) ইউনিয়নের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার জন্য অভিযান পরিচালনা করে ১ লক্ষ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ হরেছে পাংশা উপজেলা মৎস অধিদপ্তর। 

শনিবার (২৪ অক্টোবর) উপজেলা মৎস অফিসার মোস্তারিনা আফরোজ এর নেতৃত্বে উপজেলা মৎস সম্প্রসারন কর্মকর্তা মোঃ শারিয়ার সাকল ৯ থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।

এ অভিযান পরিচালনা কালে ১ লক্ষ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিম মাছ জব্দ করেন। এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এর উস্থিতিতে জব্দকৃত ১ লক্ষ ২০ হাজার মিটার কারেন্ট জাল হাবাসপুর খেয়াঘাট এলাকায় জনসম্মুখে অগুনে পুড়িয়ে দেন করেন এবং জব্দকৃত ১৫ কেজি ইলিশ মাছ পারনারায়নপুর বায়তুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে দেন।

(একে/এসপি/অক্টোবর ২৫, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test