E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ার ইউপি চেয়ারম্যান ভোলাকে সাময়িক বরখাস্ত

২০২০ অক্টোবর ২৮ ১৮:৪৭:৪২
সিংড়ার ইউপি চেয়ারম্যান ভোলাকে সাময়িক বরখাস্ত

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম ভোলাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আজ ২৮ অক্টোবর তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। একই সাথে তাঁকে চেয়ারম্যান পদ হতে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবেনা মর্মে ১০ দিনের মধ্যে কারণ জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, এ বছরের ১লা জানুয়ারি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মতিয়ার রহমান মিলনকে মারপিটের মামলায় গ্রেফতার হন চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিংড়া থানায় দায়েরকৃত মামলা নং ০২, তারিখ ০১.০১.২০২০ বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানকে তাঁর স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, এ ঘটনায় আমি জড়িত নই।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু জানান, এ বিষয়ে আমি এখনো কোনো চিঠি পাইনি। তবে চিঠি ইস্যু হয়েছে। স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

(এম/এসপি/অক্টোবর ২৮, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test