E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাজার কমিটির নির্বাচনের দাবিতে বাবুগঞ্জে সকল ব্যাকসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ

২০২০ নভেম্বর ০১ ১৬:৫২:১৬
বাজার কমিটির নির্বাচনের দাবিতে বাবুগঞ্জে সকল ব্যাকসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ১৮ বছরের পুরনো বাজার কমিটির কতিপয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বিস্তর অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি করেছেন দেড় শতাধিক ব্যবসায়ীরা। ঘটনাটি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমি জেলার বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আগরপুর বাজারের।

রবিবার সকালে ওই বাজারের ব্যবসায়ীরা জানান, ইতোমধ্যে বাজারের সর্বস্তরের প্রায় দেড় শতাধিক ব্যবসায়ীরা নির্বাচনের দাবিতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে স্বাক্ষর সম্মলিত আবেদন করেছেন। এতেও কোন সুফল না পেয়ে ব্যবসায়ীরা রবিবার সকালে এক ঘন্টা সকল দোকান-পাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন। এরপূর্বে ব্যবসায়ীরা নির্বাচনের দাবিতে সমাবেশ করেছেন। যেকারণে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের হুমকিসহ গালিগালাজ করেন। ফলে ওই প্রভাবশালীর ওপর ক্ষিপ্ত হয়ে নির্বাচনের দাবিতে ব্যবসায়ীরা একাট্টা হয়ে মাঠে নেমেছেন।

বাজারের সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করেন, নিজের পছন্দ সই, এমনকি ব্যবসায়ী নন এমন বহিরাগতদের নিয়ে পকেট কমিটি গঠণের মাধ্যমে বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজির জন্য মেতে উঠেছে হুমকি দেয়া ওই প্রভাবশালী ব্যক্তি। ইতোমধ্যে বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা ওই প্রভাবশালীর হুমকিকে উপেক্ষা করে সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় বাজার কমিটির নির্বাচনের দাবিতে একাট্টা হয়েছেন।

ব্যবসায়ী কামরুজ্জামান বাচ্চু বলেন, ১৮ বছরের পুরনো বাজার কমিটির কতিপয় নেতৃবৃন্দের বিরুদ্ধে সাধারণ ব্যবসায়ীদের অসংখ্য অভিযোগ রয়েছে। তাই তারা গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি করেছেন। তাদের দাবি পূরণ না হলে তারা (সাধারণ ব্যবসায়ীরা) বাজারের সকল দোকানপাট অনিদৃষ্টকালের জন্য বন্ধ করে দেবেন। বাজারের ব্যবসায়ীরা নির্বাচনের মাধ্যমে একটি কমিটি উপহার দেওয়াসহ সকল ব্যবসায়ীদের একনায়কতন্ত্রের জিম্মি দশা থেকে মুক্ত করতে চৌসক জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

(টিবি/এসপি/নভেম্বর ০১, ২০২০)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test