E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত

২০১৪ আগস্ট ১৮ ১৮:০৩:০৫
গাইবান্ধায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সবগুলো নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে নতুন করে আরো বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি মানুষের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গত ২৪ ঘন্টায় গাইবান্ধার ঘাঘট নদীতে ৩৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বহ্মপুত্র নদে ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩৮ সেন্টিমিটার নীচ দিয়ে এবং করতোয়ার পানি ৫০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২.৩৪ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবার গত ২৪ ঘন্টায় তিস্তার পানি ৯ সেন্টিমিটার কমে বিপদ সীমার ১.০৬ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদনদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর ও ফুলছড়ি উপজেলার আরো কিছু গ্রামে পানি ঢুকেছে। এখন প্রায় ১৭ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ দেয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক এহছানে এলাহী বলেন, সুন্দরগঞ্জ উপজেলায় বন্যা দূর্গতদের মাঝে ৪০ মেট্রিকটন চাল ও ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। সদর ও ফুলছড়ি উপজেলায় নতুন করে প্লাবিত মানুষদের তালিকা করে তাদেরকেও সহযোগিতা করা হবে।
(এইচআইবি/এএস/আগস্ট ১৮, ২০১৪)








পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test