E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় বিএনপির ‘আহ্বায়ক কমিটি’ গঠনে ৬ প্রার্থী ভোটের মাঠে

২০২০ নভেম্বর ০৩ ১৭:৪৫:৩২
লোহাগড়ায় বিএনপির ‘আহ্বায়ক কমিটি’ গঠনে ৬ প্রার্থী ভোটের মাঠে

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। দীর্ঘদিন পর কোনঠাসা বিএনপি’র দলীয় নেতা-কর্মীরা ফুরফুরে মেজাজে রয়েছেন। আসন্ন লোহাগড়া উপজেলা বিএনপি’র ‘আহ্বায়ক কমিটি’র নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। মনোনয়নপত্র দাখিল করেই পদ প্রত্যাশী নেতারা তাদের সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি গিয়ে কুশল ও শুভেচ্ছা বিনিময় করছেন, চাইছেন ভোট। এক কথায়, জমে উঠেছে লোহাগড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির নির্বাচন।

দলীয় সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি’র সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় বিগত ২০০৮ সালে। ওই সম্মেলনে লাহুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার সভাপতি এবং নলদী ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তৎকালীন গঠিত কমিটির মেয়াদ শেষ হলেও নেতৃবৃন্দ নতুন কমিটি গঠন করতে পারেনি। এতে করে, দলে গ্রুপিং রাজনীতি চাঙ্গা হয়ে ওঠে। এ ছাড়া, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে তিনি বহিষ্কৃত হন। এত কিছুর পরেও নেতৃত্বের দ্বন্ধ, গ্রুপিং রাজনীতি, উপদলীয় কোন্দল, পলায়ন মনোবৃত্তি, নাশকতার মামলাসহ নানাবিধ কারনে লোহাগড়ায় বিএনপি মাথা সোজা করে দাঁড়াতে পারেনি। তবে, সাম্প্রতিক সময়ে লোহাগড়ায় বিএনপি সহ অঙ্গসংগঠন গুলোর সাংগঠনিক অবস্থা পূর্বের যে কোন সময়ের চেয়ে ভালো।

কেন্দ্রীয় নির্দেশনা থাকা স্বত্বেও বৈশ্বিক মহামারী করোনার কারনে দীর্ঘ দিনেও লোহাগড়ায় বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা সম্ভব হয়নি। পরবর্তীতে কেন্দ্রের নির্দেশে আগামী ৬ নভেম্বর লোহাগড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচন পরিচালনা কমিটি’র প্রধান নির্বাচন কর্মকর্তা ও জেলা বিএনপির সহ-সভাপতি স.ম. ওয়াহিদুজ্জামান মিলু বলেন, আগামী ৬ নভেম্বর লোহাগড়া শহরের নিরিবিলি পিকনিক স্পটে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতীহীন ভাবে ৬১ জন কাউন্সিলর(ভোটার) আহ্বায়ক কমিটি গঠনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

আহ্বায়ক পদে যারা নির্বাচন করছেন, তারা হলেন, মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, আবু হায়াত সাবু, রবিউল ইসলাম পলাশ, শরীফ কাসাদুদ্দোজা কাফি। সদস্য সচিব পদে কাজী সুলতানুজ্জামান সেলিম ও টিপু সুলতান প্রতিদ্বন্ধিতা করছেন। উল্লেখিত প্রার্থীরা পৃথক ভাবে মনোনয়নপত্র দাখিল করলেও নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য গোপনে দলের শীর্ষ স্থানীয় নেতা সহ ভোটারদের সাথে লবিং চালিয়ে যাচ্ছেন। আহ্বায়ক কমিটি’র অন্যান্য পদ পাওয়ার জন্য দলের মধ্যম সারির নেতারাও সিনিয়র নেতাদের সাথে লবিং গ্রুপিং অব্যাহত রেখেছেন।

এ ব্যাপারে বিএনপি নেতা মিলু শরীফ, মোঃ মুসা মোল্যা, সাইফুল্লাহ মামুনসহ একাধিক নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আহ্বায়ক কমিটি গঠনের জন্য এই নির্বাচন। নির্বাচনের মাধ্যমে সৎ, পরিচ্ছন্ন, ত্যাগী নেতৃত্ব বেরিয়ে আসবে- এটাই আমাদের প্রত্যাশা।

(আরএম/এসপি/নভেম্বর ০৩, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test