E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিহাতীতে প্রধান শিক্ষকের সেচ্ছাচারিতায় বিদ্যালয়ের অচলাবস্থা, অভিভাবকদের শঙ্কা

২০২০ নভেম্বর ০৪ ১৭:২১:২৯
কালিহাতীতে প্রধান শিক্ষকের সেচ্ছাচারিতায় বিদ্যালয়ের অচলাবস্থা, অভিভাবকদের শঙ্কা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিমের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন বিদ্যালয় পরিচালনা পরিষদ। ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রমে স্থানীয় অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে গত মার্চ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে শিক্ষা কার্যক্রম যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। তদুপরি বাংড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ও প্রধান শিক্ষকের মধ্যে চলমান বিভিন্ন অসঙ্গতি স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাপক ভাবে বাধাগ্রস্থ হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত সমাধান কামনা করেছেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো সত্য নয়। স্থানীয় একটি মহল তাকে হেয় করতেই বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ সাইফুল কবীর বলেন, বিদ্যালয়ের তহবিল থেকে আত্মসাৎ, রেজুলেশন, খাতায় অনিয়ম সহ বিভিন্ন অসঙ্গতি সমাধান করে আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাই, তাই এমন দূর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারন দরকার।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ রোকেয়া খাতুন জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের মধ্যে সমন্বয়হীনতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানকল্পে আমরা কাজ করে যাচ্ছি।

(আরকেপি/এসপি/নভেম্বর ০৪, ২০২০)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test