E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমি নিয়ে বিরোধ

গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় কিশোর নিহত 

২০২০ নভেম্বর ০৫ ২৩:১৩:১৬
গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় কিশোর নিহত 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ইট-পাটকেলের আঘাতে আহত কিশোর শামীম (১২) মারা গেছে। সে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ (কানিপাড়া) গ্রামের লালু মিয়ার ছেলে। এ ঘটনায় প্রতিপক্ষ  ভোলা মিয়ার ছেলে সাদা মিয়া (৪৯) ও শাহারুল ইসলাম(৪১)কে পুলিশ  গ্রেফতার  করেছে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ (কানিপাড়া) গ্রামের লালু মিয়ার সাথে একই গ্রামের ভোলা মিয়ার দীর্ঘদিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার রাত ৮ টার দিকে বাড়ির পাশে সড়কে মাটি কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভোলা মিয়া ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ইট- পাটকেল নিক্ষেপ করলে লালু মিয়া, তার ছেলে শামীম ও মহিলাসহ ওই পরিবারের ৪ জন আহত হয়। গুরুতর আহত শামীমকে রাতেই গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পথে বেলা সাড়ে ১২টার দিকে শামীম মারা যায়।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, নিহত শামীমের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনার সাথে জড়িত সাদা মিয়া ও শাহারুলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এস/এসপি/নভেম্বর ০৫, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test