E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ : মাদ্রাসা সুপারের যাবজ্জীবন

২০২০ নভেম্বর ০৫ ২৩:২৩:৫৯
পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ : মাদ্রাসা সুপারের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর খোন্তাকাটা গ্রামের পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় একই গ্রামের রশিদিয়া ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা ইলিয়াস জোমাদ্দারকে (৫৫) যাবজ্জীবন কারাদন্ডে, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ২ এর বিচারক জেলা জজ মো. নূরে আলম। 

বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে জনাকীর্ণ আদালতে তিঁনি এই প্রদান কালে একমাত্র আসামি মাওলানা ইলিয়াস জোমাদ্দার আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানাগেছে, গত বছরের ৮ আগষ্ট সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর খোন্তাকাটা রশিদিয়া এবতেদয়ী মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ পড়তে যায় একই গ্রামের পঞ্চম শ্রেনীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী। সকাল পোনে ৮ টার দিকে ওই মাদ্রাসার অন্য ৩ জন ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়ে লাইব্রেরীতে নিয়ে গিয়ে মাদ্রাসার সুপার মাওলানা ইলিয়াস জোমাদ্দার ওই ছাত্রীকে ধর্ষন করে। শিশুটির বাবা মো. রফিক হাওলাদার বাদী হয়ে ওই দিনই শরণখোলা থানায় মাদ্রাসা সুপার মাওলানা ইলিয়াস জোমাদ্দারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ওই বছরের ১৮ অক্টোবর একমাত্র পলাতক আসামি মাদ্রাসা সুপার মওিলানা ইলিয়াসকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা বাগেরহাট সিবিআইয়ের এসআই মো.আবু সাইয়েদ ওই বছরের ১৩ নভেম্বর একমাত্র আসামি মাওলানা ইলিয়াসের নামে আদালতে চার্জশীট দাখিল করেন। বিচারের জন্য মামলাটি ওই বছরের ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠালে বিচারক এবছরের ১৬ ফেব্রুয়ারী অভিযোগটি আমলে নেন। ৯ মার্চ আদালত আসামি বিরুদ্ধে চার্জ গঠন করে ১৪ জনের সাক্ষ গ্রহন শেষে বিচারক এরায় প্রদান করেন।

মামলার বাদী শিশুটির বাবা মো. রফিক হাওলাদার ও রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি রণজিৎ কুমরি মন্ডল রায়ে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে, আসামী পক্ষের কৌশলী মো. আলী আকবর জানিয়েছে তার মক্কেল আদালতে ন্যায় বিচার পায়নি। সেকারনে উচ্চ আদালতে আপিল করা হবে জানিয়েছেন।

(এসএকে/এসপি/নভেম্বর ০৫, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test