E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে দুই সহদোরার রহস্যজনক মৃত্যু

২০২০ নভেম্বর ০৬ ২৩:২৪:৩৫
শরীয়তপুরে দুই সহদোরার রহস্যজনক মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে দুই শিশু সহদোরার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়নের পাঁচালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মো. শুকুর মৃধার মেয়ে ছোঁয়ামনি (৯) ও তোয়ামনি (৭) । 

ছোঁয়ামনি ৩নং রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আর তোয়া একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় তাদের বাবা ও সৎমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ভেদরগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পাঁচালিয়া গ্রামের দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় বাবা শুকুর মৃধা ও স্থানীয় লোকজন তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে ছোঁয়া ও তোয়ার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের বাবা মো. শুকুর মৃধা (৪২) ও সৎ মা সূর্যমনিকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।

নিহতদের চাচা সুমন মৃধা বলেন, গত দুই ববছর আগে ছোঁয়ামনি ও তোয়ামনির মা মৃত্যুবরণ করেন। এরপর শুকুর মৃধা সুর্যমনিকে বিয়ে করে। আমার দুই ভাতিজিকে ষড়যন্ত্র করে বিষ পানে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবী করছি।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মনির আহমেদ খান বলেন, যেহেতু নিহত শিশুদের ঘরে সৎ মা রয়েছে সেহেতু সন্দেহ করা যায় খাবারের সাথে তাদের বিষ প্রয়োগ করা হতে পারে। নিহতদের ভিসেরা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য ঢাকা প্রেরণ করা হবে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত ঘটনা বলা যাবে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রশিদুল বারী বলেন, নিহত শিশুদের সৎ মা এবং বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ঘর থেকে বাচ্চা কিছু খাওয়ানো হয়নি। হয়তো রাস্তা থেকে কুড়িয়ে কোন বিষাক্ত দ্রব্য খেয়ে থাকতে পারে।

ওসি বলেন, যদি তাদের থেকে কোন ক্লু না পাওয়া যায় এবং তারা কোন মামলা না করেন, তাহলে তাদের স্বসম্মানে থানা থেকে ছেড়ে দেয়া হবে।

(কেএন/এসপি/নভেম্বর ০৬, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test