E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরা পৌরসভা নির্বাচন : তরুণ মেয়র প্রার্থী পাইলট রফিকুল ইসলাম কামাল

২০২০ নভেম্বর ০৭ ১৬:৪৫:৪৭
মাগুরা পৌরসভা নির্বাচন : তরুণ মেয়র প্রার্থী পাইলট রফিকুল ইসলাম কামাল

দীপক চক্রবর্তী, মাগুরা : আসন্ন মাগুরা পৌরসভার নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ সর্মথিত সম্ভাব্য প্রার্থীদের চলছে ওয়াডের্- ওয়ার্ডে  শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ । ক্রমে- ক্রমে সরগরম হয়ে উঠছে মাগুরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড । 

মাগুরা পৌরসভা স্থাপিত হয় ১৯৭২ সালে । পৌরসভার রয়েছে ৯ টি ওয়ার্ড । স্বাধীনের পরপর মাগুরা পৌরসভার অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি । বর্তমানে মাগুরা পৌরসভা প্রথম শ্রেণির মানে উন্নীত হওয়ায় মডেল পৌরসভায় রুপান্তরিত হয়েছে । আর এ পৌরসভায় যারা পৌরপিতা হয়েছেন তারা পৌরসভার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন । আগামী ডিসেম্বর মাসে মাগুরা পৌরসভা পরিষদের মেয়াদ শেষ হবে । আর মেয়াদ শেষ হবার পরই নির্বাচন । এদিকে নির্বাচন কমিশন ডিসেম্বরের শেষ নাগাদ ভোট করার প্রস্তুতি নিচ্ছে ।

মাগুরা পৌরসভার ৯ টি ওয়ার্ডে সরজমিন ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র । পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ নাগরিকদের অভিমত তারা মেয়র, কাউন্সিলর পদে নতুন এবং তরুণ মুখ দেখতে চান । নাম প্রকাশে অনেক ব্যক্তি জানান, শেখ হাসিনা যেমন তার সরকার গঠনে নতুন মুখের চমক দেখিয়েছেন । তেমনি মাগুরা পৌরসভায় মেয়র পদে নতুন মুখ হিসেবে কেউ বিজয়ী হলে পৌরসভার উন্নয়ন ,অগ্রগতি ও বিভিন্ন কাজে আসবে গতির ধারা । সেই হিসেবে নতুনদের মধ্যে পছন্দের তালিকায় প্রথম রয়েছেন তরুন,মেধাবী,দক্ষ ও প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা ইউনিটের (এসএসএফ’র) ডেপুটি ডাইরেক্টর পাইলট রফিকুল ইসলাম কামাল । তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে জননেত্রী শেখ হাসিনার আর্শিবাদপুষ্ট রাজনীতিতে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন ।

তিনি ১৯৮০ সালের ২০ ডিসেম্বর মাগুরা মোল্যা পাড়ায় এক স¤্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন । তার পিতা আলহাজ গোলাম মওলা মোল্যা একজন বীর মুক্তিযোদ্ধা এবং মাগুরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি । মাতা আখেরা খানম মাগুরা জেলা মহিলা আওয়ামীলীগেরসহ সভানেত্রী । ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বপরিবারে শাহাদাৎ বরণ করেছিলেন তখন বাংলাদেশের যে কয়টি স্থানে বিদ্রোহ হয়েছিল মাগুরা তার মধ্যে অন্যতম । বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আছাদুজ্জামান এর নেতৃত্বে তৎকালীন মাগুরা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম মওলা মাগুরা থানা অস্ত্রাগার ভেঙে মাগুরাতে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন । তারপর জেল জুলুম হুলিয়া উপেক্ষা করে তিনি মাগুরা মোল্যাপাড়া,খানপাড়া, ও তাতিপাড়া এলাকাকে আওয়ামীলীগের ঘাটি হিসেবে গড়ে গড়ে তোলেন ,যা আজও অব্যাহত রয়েছে ।

রফিকুল ইসলাম কামাল ছাত্রজীবন থেকে ছিলেন অত্যন্ত মেধাবী । ১৯৯৮ সালে এইচএসসি পরীক্ষা শেষে ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন এবং ২০০০ সালে জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন । পেশাগত জীবনে তিনি একজন হেলিকপ্টার পাইলট । কর্মজীবনে তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনসহ স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ডেপুটি ডিরেক্টর হিসেবে প্রধানন্ত্রীর সাথে বেশ কয়েকটি দেশ ভ্রমন করেন । স্কোয়াড্রন লিডার হিসেবে (মেজর) পদমর্যাদা হিসেবে চাকরি জীবন শেষে কামাল একটি বেসরকারি কোম্পানিতে হেলিকপ্টার পাইলট হিসেবে কর্মরত ছিলেন ।

মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের নাগরিক মুক্তিযোদ্ধা সাইদুর রহমান জানান,আগামী পৌরসভা নির্বাচনে চাই নতুন তরুন নেতৃত্ব । যে জন কয়জন সম্ভাব্য প্রার্থী মেয়র পদে মাঠে কাজ করছেন তার মধ্যে পাইলট রফিকুল ইসলাম কামাল আমার পছন্দ । সে মেধাবী,চৌকস,বুদ্ধিমান,আগামীদিনের নেতৃত্বে বলিষ্ঠবান । মাগুরা পৌরসভার নির্বাচনে সে উত্তীর্ণ হলে উন্নয়নে সে অগ্রণী ভ’মিকা রাখবে ।

মেয়র প্রার্থী রফিকুল ইসলাম কামাল এ প্রতিবেদককে জানিয়েছেন,আমার চাকুরি জীবনে সর্বক্ষেত্রে সততা ও বিশ্বস্ততার সাথে কাজ করেছি । স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ডেপুটি ডিরেক্টর হিসেবে প্রধানন্ত্রীর সাথে বেশ কয়েকটি দেশ আমি ভ্রমন করেছি । তার কাছ থেকে শিখেছি কিভাবে দেশকে নেতৃত্ব দিতে হবে । আমি ইতিমধ্যে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাগুরা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে পৌর নাগরিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছি । এ সময় নাগরিকদের কাছ থেকে পেয়েছি অনেক সাড়া ।

আগামী নির্বাচনে আমি মেয়র নির্বাচিত হলে নিট এবং ক্লিন পৌরসভা গড়ে তোলার পরিকল্পনা করেছি । পৌরসভার এলাকায় কোন বিনোদন ও খেলার মাঠ না থাকার কারণে যুবকেরা আজ মোবাইল নির্ভর হয়ে পড়েছে । তাই আমার পরিকল্পনা আছে পৌরসভার ৯টি ওয়ার্ডে যুবকদের জন্য উপযুক্ত খেলার মাঠ তৈরি করা । যাতে তারা মাদক থেকে দূরে থাকবে ।বিভিন্ন খেলাধূলার মাধ্যমে তাদের সংযুক্ত করা হলে তাদের মন ভালো থাকবে । তাই আগামী দিনের মাগুরা পৌরসভাকে দৃষ্টিনন্দন,পবিরেশ বান্ধব ও ক্লিন পরিবেশ করে গড়ে তুলতে চাই ।

এ জন্য তিনি পৌরসভার সকল নাগরিকদের কাছে দোয়া ও আর্শিবাদ প্রার্থী ।

(ডিসি/এসপি/নভেম্বর ০৭, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test