E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুভ্র হত্যা মামলায় পৌর মেয়র রফিকুল ইসলামের আগাম জামিন 

২০২০ নভেম্বর ০৭ ২৩:৫০:২৪
শুভ্র হত্যা মামলায় পৌর মেয়র রফিকুল ইসলামের আগাম জামিন 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান চেয়ারম্যানপ্রার্থী মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার অন্যতম আসামি গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম হাইকোর্ট থেকে গত ৫ নভেম্বর ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। এ সংক্রান্ত কাগজ আমি আজ (শনিবার, ৭ নভেম্বর) হাতে পেয়েছি।

মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেলা ডিবি ওসি শাহ কামাল আকন্দ বলেন, আলোচিত এ হত্যা মামলার আসামিদের মধ্যে ইতোমধ্যে বিএনপি নেতা রিয়াদ চেয়ারম্যানসহ ছয়জন গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে খাইরুল নামের এক আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তবে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম হাইকোর্ট থেকে গত ৫ নভেম্বর ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

গৌরীপুর পৌরসভার বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম শুভ্র হত্যা মামলার ১১ নম্বর আসামি।

দলীয় সূত্রের দাবি, শুভ্র হত্যাকা-ের ঘটনায় গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ সৈয়দ রফিকুল ইসলামকে পৌর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করে কেন্দ্রীয় দফতরে চূড়ান্ত বহিষ্কারের জন্য সুপারিশ পাঠিয়েছেন।

কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে সৈয়দ রফিকের বহিষ্কারের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
প্রসঙ্গত, শুভ্র হত্যাকান্ডের ঘটনায় ১৯ অক্টোবর ১৪ জনের নাম উল্লেখসহ মোট ২২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত।

মামলার আসামিরা হলেন- উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক রিয়াদুজ্জামান রিয়াদ, তার ছোট ভাই ছাত্রদল কর্মী কার্জন, স্থানীয় বাসিন্দা সাকিব আহমেদ রেজা, মোজাম্মেল, খাইরুল, রিফাত, হানিফ, জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান, সুমন, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, জেলা যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল ও রাসেল মিয়া।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পরিকল্পনায় আসামিরা এ হত্যাকান্ড ঘটান। ২০১৭ সালের ৫ এপ্রিল সৈয়দ রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় জিডি করেছিলেন নিহত মাসুদুর রহমান শুভ্র।

(এস/এসপি/নভেম্বর ০৭, ২০২০)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test