E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে কোটি টাকা-ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

২০২০ নভেম্বর ০৯ ১৫:৩৯:২৫
চট্টগ্রামে কোটি টাকা-ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৭ লাখ টাকা ও ৫৩০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন- মো. শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (২৮)।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে এই রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

সহকারী পরিচালক (মিডিয়া) জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক ৪ নম্বর সড়কের ৭৯ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করে। এই বাড়িতে ভাড়া থাকা রোহিঙ্গা দম্পতির বাসায় অভিযান চালিয়ে জব্দ করা হয় নগদ ১ কোটি ১৭ লাখ টাকা এবং ৫৩০০ পিস ইয়াবা ট্যাবলেট। এই দম্পতি চট্টগ্রামে অবস্থান করে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

জব্দ করা নগদ টাকার সবগুলো মাদক বিক্রির টাকা বলে গ্রেপ্তাররা জানিয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণ আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের অন্যান্য সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে র‌্যাব।

(জেজে/এসপি/নভেম্বর ০৯, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test