E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পৌরবাসীর সকল বিপদ-আপদে পাশে আছি’

২০২০ নভেম্বর ১১ ১৮:০৬:০৯
‘পৌরবাসীর সকল বিপদ-আপদে পাশে আছি’

সিংড়া (নাটোর) প্রতিনিধি : সিংড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেছেন, করোনায় পরিবার ছেড়ে জনগণের পাশে থেকেছি। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের নিয়ে ত্রাণ বিতরণ করেছি। পৌরসভার ৫০ হাজার জনগণের দায়িত্ব কাঁধে আছে বলেই পরিবার ছেড়ে ৫৫ দিন পৌরসভায় অবস্থান করেছি। ভিক্ষা করে ৪০ লক্ষ টাকার খাবার পৌরবাসীর ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। বন্যায় পানিতে নেমে ত্রাণ দিয়েছি। রাত জেগে বাঁধ নির্মাণ করেছি। পৌরবাসীর সকল বিপদ-আপদে পাশে আছি। কোন বিচারে অনিয়ম করিনি। কোনদিন কারো কাছ থেকে ১০ টাকা নেইনি। কাউকে হয়রানি করিনি। পল্লী বিদ্যুতের মিটার লাগাতে কারো এক টাকাও লাগেনি।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভুল-ক্রটির জন্য ক্ষমা চেয়ে আরেকবার পৌরবাসীর সেবা করার সুযোগ চান মেয়র জান্নাতুল ফেরদৌস। মঙ্গলবার রাতে সিংড়া পৌর শহরের চকসিংড়ায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর আ'লীগের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল, ওয়ার্ড কাউন্সিলর দেদার হায়াত বেনু, আঃ জলিল, ওয়ার্ড আ'লীগের সভাপতি আঃ হামিদ, সাবেক আ'লীগ নেতা ইদ্রিস শাহ, ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা বাপ্পী, বেলাল হোসেন, গোলাম রাব্বানী রনি প্রমুখ।

(এম/এসপি/নভেম্বর ১১, ২০২০)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test