E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

২০২০ নভেম্বর ১১ ১৮:৫৯:২১
নড়াইলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় রবি ২০২০-২১ মৌসুমে বোরো গম, ভূট্টা, সরিষা, পেঁয়াজ ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মূগ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১ টার সময় লোহাগড়া উপজেলা চত্বরে রবি ২০২০-২১ মৌসুমে বোরো, গম, ভূট্টা, সরিষা, পেঁয়াজ ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মূগ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশিক্ষন কর্মকর্তা অনুজ কুমার বিশ^াস ও উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস প্রমুখ।

পরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে লোহাগড়া উপজেলা ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ বীজ বিতরণ করা হয়।

(আরএম/এসপি/নভেম্বর ১১, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test