E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে নাটাবের যক্ষ্মা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০১৪ এপ্রিল ১৯ ১৯:১২:৩১
দিনাজপুরে নাটাবের যক্ষ্মা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর টিবি ক্লিনিকের কন্সালটেন্ট ডা. মাসতুরা বেগম বলেছেন, বাংলাদেশে যক্ষ্মা একটি অন্যতম ঘাতক ব্যাধি যা প্রতি বছর বহু লোকের মৃত্যু ঘটায়। কফে জীবাণু যুক্ত নতুন যক্ষ্মা রোগীর হার প্রতি লাখে প্রতি বছর শতকরা ১০০জন। যক্ষ্মায় বাংলাদেশে মৃত্যুর হার প্রতি বছর প্রতি লাখে ৫১ জন। কফে জীবানুযুক্ত নতুন রোগীদের মধ্যে চিকিৎসা সাফল্যর হার ৯২শতাংশ। ইমামরা সামাজে ধর্মীয় নেতা। তাই যক্ষ্মা মুক্ত দেশ গড়তে ইমাম সাহেবদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে।

শনিবার জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) দিনাজপুর আয়োজিত গণেশতলাস্থ অস্থায়ী কার্যালয়ে ইমামদের সাথে যক্ষ্মা বিষয়ে মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। নাটাব দিনাজপুর জেলা শাখার সভাপতি তাহের উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান তরুণ ও চাঁদগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন এবং যক্ষ্মা বিষয় আলোচনা করেন নাটাব আঞ্চলিক প্রতিনিধি (দিনাজপুর (অঞ্চল) মো. কাওসার উদ্দীন। ইমামদের পক্ষে বক্তব্য রাখেন মাও. নুরুল ইসলাম ও নজরুল ইসলাম। যক্ষ্মা বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে প্রধান অতিথি তার উত্তর দেন।
(এটি/এএস/এপ্রিল ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test