E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বড়াইগ্রামে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান

২০২০ নভেম্বর ১২ ১৮:০৯:৩৯
বড়াইগ্রামে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ রোধে প্রচারাভিযান শুরু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বনপাড়াস্থ কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পৌর শহরের বিভিন্ন সড়কের পথচারী ও যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করে প্রচারাভিযান চালায় উপজেলা প্রশাসন। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিন, পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ অন্যান্য স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শীতের এই মৌসুমে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। এক্ষেত্রে ঘরের বাইরে এলে সকলকেই মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। ইউএনও জানান, আগামী সপ্তাহ থেকে সকল জনগণকে মাক্স পরিধানে বাধ্য করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

(এডিকে/এসপি/নভেম্বর ১২, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test