E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় থানার সামনে দোকান ও সরকারী কোয়ার্টারে চুরি

২০২০ নভেম্বর ১৩ ২১:২৭:০৫
আগৈলঝাড়ায় থানার সামনে দোকান ও সরকারী কোয়ার্টারে চুরি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় একই রাতে থানার সামনে দোকান ও সরকারী কোয়ার্টারে চুরিরর ঘটনা ঘটেছে। এঘটনায় ব্যবসায়ি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

থানার সামনে চুরি করে চোরের দল পুলিশের প্রতি এক রকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলেই মন্তব্য করছেন স্থানীয়রা।

বিভিন্ন এলাকায় টুকটাক টুরির ঘটনা ঘটলেও এবার থানার সামনের দোকানে চুরির ঘটনায় হতবম্ব হয়ে গেছে স্থানীয় ব্যবসায়িসহ সাধারণ লোকজন। অন্যদিকে উপজেলার সরকারী কর্মকর্তাদের একটি আবাসিক ভবনে চুরির ঘটনায় সাধারণ লোকজনের মনে চোর আতংক দেখা দিয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, থানা গেটের সামনের মো. মজিবর রহমান ইরান মোল্লার মালিকানাধীন রুপা স্টোরে বৃহস্পতিবার রাতে দোকানের দরজার কয়রা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল ঘরে ঢুকে বিভিন্ন ব্রান্ডের অর্ধলক্ষাধিক টাকার সিগারেট চুরি করে নেয়।

ইরান মোল্লা জানান, অন্যান্য দিনের মতো বুধবার রাত পৌনে বারোটার দিকে দোকান তালাবন্ধ করে বাড়ি যান তিনি। বৃহস্পতিবার খুব সকালে ফোন পেয়ে তালা ভাঙ্গার খবরে দোকানে ছুটে এসে চুরির ঘটনা দেখতে পান তিনি। এঘটনায় শুক্রবার সকালে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সম্প্রতি তিনি বাথরুমে গেলে প্রকাশ্য দিবালোকে ক্যাশের ড্রয়ার ভেঙ্গে অর্ধলক্ষাধিক নগদ টাকা চুরি করে নিয়েছিলো চোরের দল।

অন্যদিকে একই রাতে উপজেলা পরিষদের সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনের ১নং ভবনের নীচ তলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায় এর বাসার লোকজন না থাকার সুযোগে দুটি রুমের তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে চোরের দল। তবে ভোর রাতের দিকের ঘটনায় লোকজনের উপস্থিতি টের পেয়ে কোন মালামাল না নিতে পেরেই পালিয়ে গেছে চোরের দল।

চুরির ঘটনায় ব্যবসায়ির অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, তদন্তর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(টিবি/এসপি/নভেম্বর ১৩, ২০২০)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test