E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ’র জন্মদিন পালন

২০২০ নভেম্বর ১৩ ২৩:৩৪:৩৮
গৌরীপুরে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ’র জন্মদিন পালন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর হুমায়ুন আহমেদ স্মৃতি পরিষদ এর উদ্যোগে গৌরীপুরে নন্দিত কথা সাহিত্যিক, কল্পনাপ্রবণ লেখক, কবি, ঔপন্যাসিক, চলচিত্রকার, নাট্যকার ও গীতিকার হুমায়ুন আহমেদ এর ৭২ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) গৌরীপুর রেলওয়ে জংশনে সকাল ১১ টায় কেক কাটা, আলোচনা সভা ও তার নামে ট্রেনের দাবীসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

এই গুণী সাহিত্যিকের জন্মদিনে হুমায়ুন আহমেদ স্মৃতি পরিষদের সভাপতি মোতালিব বিন আয়েত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এইচ.এম খায়রুল বাসার, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাবেক সহ-সভাপতি ছড়াকার আজম জহিরুল ইসলাম, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাবেক সভাপতি মহসিন মাহমুদ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, এন.কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম, মিলন খান, জহিরুল ইসলাম রমজান, পীযুশ রায় গণেশ, রাজন, পারভেজ প্রমুখ।

বক্তারা বলেন, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। গৌরীপুর রেলস্টেশনে হুমায়ুন আহমেদ বিচরণ করে ‘গৌরীপুর জংশন’ নামে একটি উপন্যাস লিখেছিলেন। তাই গৌরীপুর জংশনে হুমায়ুন আহমেদ এর স্মৃতি রক্ষা করা ও তার নামে একটি ট্রেন চালু করার দাবী জানান।

অপরদিকে গৌরীপুর উপজেলা স্বজন সমাবেশও লেখকের জন্মদিন পালন করে। হুমায়ুন আহমেদ এর জন্মদিনের র‌্যালী শেষে স্বজন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সহ-সভাপতি কবি শামীমা খানম মীনার ও সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন।

এতে আলোচনা করেন উপজেলা স্বজনের সভাপতি মোঃ এমদাদুল হক, উপদেষ্টা সাংবাদিক মোঃ রইছ উদ্দিন, ভূটিয়ারকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, ব্যবসায়ি নজরুল ইসলাম মিন্টু, স্বজনের সহ-সভাপতি আরকে সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মালেক, উদীচী গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সহ-সম্পাদক সাইদুল ইসলাম মোল্লা, উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, স্বজনের সদস্য মোখলেছুর রহমান।

(এস/এসপি/নভেম্বর ১৩, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test