E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে জেলা বিএনপির সভাপতির গাড়িবহরে হামলা

২০২০ নভেম্বর ১৫ ১৮:০২:০৬
জামালপুরে জেলা বিএনপির সভাপতির গাড়িবহরে হামলা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের গাড়িবহরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে গাড়ি ভাংচুরসহ নেতাকর্মীদের মারধর করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে জেলা বিএনপি।

হামলা ও ভাংচুরের ঘটনায় রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সন্মেলনে জেলা বিএনপির নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।

সংবাদ সন্মেলনে বলা হয়, রবিবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রামের রাজার মোড় এলাকায় জেলা বিএনপির সভাপতির প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৩-৩৫৭৫)সহ ২৬টি মোটর সাইকেল ভাংচুর করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময়
বিএনপি নেতা ফজলু মাস্টারসহ বেশকজন নেতাকর্মী আহত হন।

বিএনপির সভাপতি শামীম তালুকদার গাড়িবহর নিয়ে নিহত ৩ বিএনপি নেতার কবর জিয়ারত করতে যাবার সময় এ হামলা ও ভাংচুর করে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরামনগর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।

জেল বিএনপির সহ দফতর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু জানান, মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেহান মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি কাশেম কেরানী ও সামাদ মেম্বারের কবর জিয়ারত করার উদ্দেশে সরিষাবাড়ী থেকে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম গাড়িবহর নিয়ে রওনা দেন। তাদের গাড়িবহর মহাদান ইউনিয়নের বনগ্রামের রাজার মোড় পৌঁছামাত্র যুবলীগ ও ছাত্রলীগ নেতা রনি ও রানার নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা রামদা ও লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বিএনপির সভাপতির প্রাইভেটকার ও ২৬টি মোটর সাইকেল ভাংচুর হয়। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের রামদার কোপে বিএনপি নেতা ফজলু মাস্টারসহ বেশকিছু নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার বলেন, মুখে গণতন্ত্রের কথা সরকার বললেও রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছেনা। আজ বিএনপির নিহত নেতাদের কবর জিয়ারত করতে যাচ্ছিলাম মুরাদ বাহিনীর ক্যাডাররা আমাদের গাড়িবহরে হামলা ভাংচুর করেছে। নেতাকর্মীদের মারধর করেছে।

সভাপতির উপর হামলার খবরে জামালপুরে তাৎক্ষানিক জেলা বিএনপি দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সন্মেলন করেছে জেলা বিএনপি। সংবাদ সন্মেলনে কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

হামলা প্রসঙ্গে সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বলেন, গাড়িবহর থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উস্কানিমূলক শ্লোগান দিলে সেখানে উপস্থিত স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী বিক্ষুব্ধ হয়ে ২/৪টি গাড়ি ভাংচুর করেছে মাত্র। আর তেমন কিছুই ঘটেনি।

(আরআর/এসপি/নভেম্বর ১৫, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test