E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেনা সদস্য পরিচয়ে বর সেজে প্রতারনা করতে এসে পিতা-পুত্র এখন কারাগারে

২০২০ নভেম্বর ১৫ ২৩:১৮:০৮
সেনা সদস্য পরিচয়ে বর সেজে প্রতারনা করতে এসে পিতা-পুত্র এখন কারাগারে

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : সেনা বাহিনীর সদস্য পরিচয়ে বর সেজে প্রতারনা করতে এলে পিতা পুত্রকে আটক করে কেন্দুয়া থানা পুলিশের হাতে তুলে দিল জনতা। পুলিশ প্রতারক সফিকুল ইসলাম ইকবাল ও তার বাবা আবুল কাশেমকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতে পাঠিয়েছে। আদালতে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

প্রতারক পিতা পুত্রের বাড়ি নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জঙ্গলটেঙ্গা গ্রামে। ঘটনাটি ঘটেছে একই জেলার কেন্দুয়া উপজেলার ১০ নং কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান কিছুদিন আগে আটপাড়া উপজেলার সেনাবাহিনীর একজন সদস্যের অভিভাবকগণ কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতি গ্রামের ফজলুর রহমানের কন্যার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসেন।

বিয়ের আলাপ আলোচনায় বনিবনা না হওয়ায় অভিভাবকরা চলে যান। এর কয়েকদিন পর মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জঙ্গলটেঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম ইকবাল নিজেকে সেই সেনা সদস্য পরিচয় দিয়ে কনের বাড়িতে এসে তার বাবা ফজলুর রহমানের কাছ থেকে মোটর সাইকেল কেনার কথা বলে ১ লাখ ৩৫ হাজার টাকা প্রতারনা করে নিয়ে যান।

শনিবার ১৪ নভেম্বর আরো কিছু টাকা নেয়ার জন্য শফিকুল ইসলাম ইকবাল আবার ওই বাড়িতে আসেন। কিন্তু তার কথাবার্তা উল্টা পাল্টা হওয়ায় কনের বাড়ির লোকদের সন্দেহ হলে শফিকুল ইসলাম ইকবালের বাবাকে মোবাইল ফোনে খবর দেয়া হয়। তার বাবা ওই বাড়িতে এসে ছেলের পক্ষ নিয়ে উল্টা পাল্টা সাজানো কথাবার্তা বলতে থাকলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় বেজগাতি গ্রামের ফজলুর রহমান বাদী হয়ে শফিকুল ইসলাম ইকবাল ও তার বাবা আবুল কাশেমকে আসামী করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

কেন্দুয়া থানা পুলিশের এস আই মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনা সদস্য পরিচয়ে বর সেজে প্রতারনা করতে এসে জনতার হাতে আটক শফিকুল ইসলাম ইকবাল ও তার বাবা আবুল কাশেমের বিরুদ্ধে ফজলুর বাদী হয়ে মামলা করেছেন। তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।

(এসবি/এসপি/নভেম্বর ১৫, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test