E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় আত্ম-কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে নারীদের সেলাই মেশিন প্রদান

২০২০ নভেম্বর ১৬ ১৯:০৭:১৬
সাতক্ষীরায় আত্ম-কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে নারীদের সেলাই মেশিন প্রদান

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ১০ জন নারীর আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা লেকভিউ কমিউনিটি সেন্টারে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

চৌধুরী গ্রুপের অর্থায়নে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। বিশেষ অতিথি ছিলেন, চৌধুরী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিমু চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, মিসেস হিমু চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, জার্মান প্রবাসী হয়ে হিমু চৌধুরী দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের লক্ষ্যে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা প্রশাংসার দাবিদার। সেলাই মেশিন প্রদানের লক্ষ্য নারীরা বাড়ি বসে কর্মসংস্থান সৃষ্টি করবে। সে উদ্দেশ্যে সফল করতে যারা মেশিন গ্রহণ করেছেন তারা অবশ্যই এটির সঠিক ব্যবহার করবেন। পাশাপাশি চৌধুরী গ্র“প যাতে আরো বেশি বেশি মানুষের জন্য কাজ করতে পারে সেই প্রত্যাশা করেন।

(আরকে/এসপি/নভেম্বর ১৬, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test