E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কৃষি ও কৃষকের কল্যাণে সকলের আন্তরিক সহযোগিতা চান কৃষি কর্মকর্তা শাহজাহান কবির

২০২০ নভেম্বর ১৬ ২৩:৩৩:৩৪
কৃষি ও কৃষকের কল্যাণে সকলের আন্তরিক সহযোগিতা চান কৃষি কর্মকর্তা শাহজাহান কবির

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : কৃষিবিদ এ কে এম শহজাহান কবির প্রথম বারের মতো উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে সোমবার কেন্দুয়ায় কর্মে যোগদান করেছেন। যোগদানের পর উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি ইউএনও মোঃ মইন উদ্দিন খন্দকার ও কৃষি অফিসের তার সহকর্মীদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন। বিকেলে গণমাধ্যম কর্মীদের মুখমুখি হন এই কর্মকর্তা। 

এসময় তিনি বলেন, আল্লাহ তায়ালার হুকুমে কর্তৃপক্ষের নির্দেশে কেন্দুয়ায় দায়িত্ব পালন করতে এসেছি। এখানে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।

কৃষি কর্মকর্তা এ কে এম শাহজাহান কবির বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ কৃষি ও কৃষকের কল্যানে সকলকে আন্তরিক ভাবে সহযোগিতার আহবান জানান। তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পন, আমরা কাজ করতে গিয়ে আমাদের ভুলভ্রান্তি হতে পারে সেজন্য যেসব ভুলত্রুটি হবে সেগুলো কেন্দুয়ার স্বার্থে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি সাংবাদিকগণের উদ্দেশ্যে আরো বলেন, এলাকার স্বার্থে সচেতন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে একদিকে যেমন সমাজ উপকৃত হবে, অন্য দিকে কৃষি ও কৃষকের কল্যানার্থে আমরা পাব কাজের নতুন প্রেরণা। এ কে এম শাহজাহান কবীর এর আগে শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার কৃষি সম্প্রসারন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৩ সনে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। তার পিতা আব্দুল কদ্দুস ও মাতা সাজেদা খাতুন। ৫ম শ্রেনীতে উত্তির্ণ হওয়ার পর ফুলবাড়িয়া পাইলট হাই স্কুল থেকে ১৯৯৮ সালে এস.এস.সি এবং পরবর্তীতে ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেন। তিনি ৩৪তম বিসিএস এ উত্তির্ণ হয়ে ১০১৬ সালের জুন মাসে চাকুরিতে যোগদান করেন।

এক ছেলে ও কন্যা সন্তানের জনক এ কে এম শাহজাহান কবির বলেন, সততা, নিষ্ঠা ও সম্মানের সাথে কাজ করতে গিয়ে সকল মহলের ভাল পরামর্শ আমাকে আগামীর সুন্দর পথ দেখাবে।

(এসবি/এসপি/নভেম্বর ১৬, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test