E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাস্ক না পরায় ১৬ জনকে জরিমানা 

২০২০ নভেম্বর ১৮ ১৫:১২:১৫
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাস্ক না পরায় ১৬ জনকে জরিমানা 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী বাজারে ১৬ জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন সোনাইমুড়ী থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলার সোনাইমুড়ী বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর আওতায় ১৬জনকে ১৬টি মামলায় ৩৮৫০ টাকা অর্থদন্ড করা হয় এবং জন সচেতনতায় মাস্ক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(এস/এসপি/নভেম্বর ১৮, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test