E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চর্চা পাঠাগারে বই তুলে দেন কুদ্দুস বয়াতি

২০২০ নভেম্বর ২০ ২২:৫৭:২২
চর্চা পাঠাগারে বই তুলে দেন কুদ্দুস বয়াতি

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : গ্রামের যুব সমাজ সহ সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে স্থাপিত হয় চর্চা পাঠাগার। ২০১৯ সালে এই পাঠাগারটি প্রতিষ্ঠা পেয়ে ক্রমশই পাঠক সংখ্যা বেড়ে চলছে। কেন্দুয়া চর্চা সাহিত্য আড্ডার অঙ্গসংগঠন এটি। এই সংগঠনকে সমৃদ্ধ করার লক্ষ্যে শুক্রবার এর উদ্যোগে বিতরণ করা হয় মাস্ক। 

এছাড়া পাঠকের জন্য পাঠাগারের সাধারন সম্পাদকের হাতে তুলে দেয়া হয় বিভিন্ন লেখকের বই। তবে চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার প্রথম কাব্যগ্রন্থ কবিতা তোমার জন্য বইটি তুলে দেন দেশবরেণ্য লোক শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি।

এসময় তিনি বলেন, ধুমপান ও মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে হবে। জুয়া খেলা সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে তাদেরকে রক্ষা করতে পারে একমাত্র বই। এই বই পড়ার মধ্য দিয়ে তাদের জ্ঞান আহরন হবে এবং তারাই একদিন সমাজ দেশ ও জাতিকে আলোকিত করে তুলবেন।

তিনি নবীণ, প্রবীণ, শিশু কিশোর সহ সকলকে ধর্মীয় বই সহ সকল প্রাকার সাহিত্য সংস্কৃতি বই পড়ার আহবান জানান। বই তোলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, নাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাস, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জয়, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কায়সার প্রমুখ।

বই প্রদান কালে কুন্ডলী, বেজগাতী, বাগপাড়া ও তুরুকপাড়ার উপস্থিত সুধিজনকে কুদ্দুস বয়াতি বলেন, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনে টাইনা নিবে সেই দিনেরও কাছে। তিনি প্রবীন বক্তিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দিন শেষ। এখন যারা নতুনরা এই সুন্দর পৃথিবীতে বসবাস করবে তাদেরকে ধর্মীয় শিক্ষা সহ সকল প্রকার শিক্ষা দিয়ে সু-শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। তিনি চর্চা পাঠাগারে গিয়ে সকলকে বই পড়ার আহবান জানান।

চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী জিয়াউর রহমান জীবন বলেন, এই পাঠাগার সমাজকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি বলেন, পাঠাগারে ধর্মীয় বই সহ সকল প্রকার সাহিত্য সংস্কৃতির বই রয়েছে। পড়ারও অবারিত সুযোগ রয়েছে। যারা এই পাঠাগারে বই দান করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। শুক্রবার এই পাঠাগারে আরো বই প্রদান করেন গীতিকার মীর্জা রফিকুল হাসান ভান্ডারী ও নাট্যকার রাখাল বিশ্বাস।

(এস/এসপি/নভেম্বর ২০, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test