E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনাকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনা করা যায়না : খাদ্যমন্ত্রী

২০২০ নভেম্বর ২২ ১৬:০১:৪০
শেখ হাসিনাকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনা করা যায়না : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের কল্পনা করা যায়না, ঠিক তেমনি তারই সুযোগ্য উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে দেশের উন্নয়নও কল্পনা করা যায়না। জাতির জনকের দেশ গড়ার স্বপ্নকে সঠিক ও শতভাগ রুপ দিতে তিনি আজ বদ্ধপরিকর। নিজের চিন্তা না করে তিনি দেশ গড়ার কাজে দেশের উন্নয়নে সারাক্ষন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মহামারী করোনাকালেও দেশের প্রতটি সেক্টরে উন্নয়ন করে তিনি বুঝিয়ে দিয়েছেন কেবলমাত্র বাংলাদেশ আওয়ামীলীগই পারে দেশকে উন্নতির সোপানে পৌঁছাতে।’ 

রবিবার বেলা ১১টায় নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজন ও নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়েখাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কথাগুলি বলেন।

উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত উক্ত উনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে ৬কোটি ২৫লাখ টাকা ব্যয় স্বাপেক্ষে একটি ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে মন্ত্রী উপজেলার তিলনা ইউনিয়নে ভুমিহীনদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর দেয়া নির্মানাধীন গৃহগুলি পরিদর্শন শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় সভায় বক্তব্য রাখেন।

(বিএম/এসপি/নভেম্বর ২২, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test