E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের সরকারী ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান

২০২০ নভেম্বর ২২ ১৬:৪৬:২৮
আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের সরকারী ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় পয়সারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সরকারীভাবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ ছয় হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

ঢেউটিন ও নগদ অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস।

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ নভেম্বর রাতে পয়সারহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান সমস্ত মালামালসহ সম্পূর্ন ভস্মিভূত হয়েছিল। সরকারী হিসেব মতে ওই অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপন করা হয়েছিল ৫০ লাখ ৫০হাজার টাকা। অগ্নিকান্ডের এক বছর পরে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা সরকারী অনুদানের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা পেলেন।

(টিবি/এসপি/নভেম্বর ২২, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test