E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগরে ডাকাতি, ডিবির হাতে আটক পাথরঘাটার ৯ জলদস্যু

২০২০ নভেম্বর ২৩ ২৩:৩৩:০৯
বঙ্গোপসাগরে ডাকাতি, ডিবির হাতে আটক পাথরঘাটার ৯ জলদস্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : সুন্দরবন সংলগ্ন নদনদী সহ গভীর সমুদ্রে ডাকাতির অভিযোগে বরগুনার পাথরঘাটায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জলদস্যু (ডাকাত) কে আটক করেছে ডিবিপুলিশ।
বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে সোমবার বিকেলে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

সাতক্ষীরা জেলার জেলে ট্রলার মালিক হালিম বিশ্বাস জানান গত ১০ নভেম্বর বঙ্গোপসাগরের ফেয়ার ওয়ে বয়ার এলাকায় মাছ শিকারের সময় তার ট্রলারে পাশে বরগুনার পাথরঘাটায় রিপন দফাদারের মালিকানাধীন সোহেল সুমি ট্রলার নোঙর করে ১৫ মাঝিমাল্লারা আমার ট্রলারের মাছ ধরার সরঞ্জামাদি জাল দড়ি সহ ট্রলারে থাকা সৌর বেটারি, সোলার প্যানেল, চাল, তেল, মোবাইল, টর্সলাইট সহ প্রায় চারলাখ টাকার মালামাল লুটে নেয়। এসময় তার নৌকায় থাকা অপর জেলে মাঝিরা বাঁধা দিলে এসকল অভিযুক্তদের হামলায় গুরুতর আহত হন ৫জন।

আটককৃতরা হলো ট্রলারের মাঝি ইব্রাহিম, রাসেল, মিরাজ, বেলাল, সাহজাহান, আল আমিন, ইয়াসিন, মিরাজ ও মঞ্জু মিয়া। এদের সকলের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সাঈদ আহমেদ জানান, ঘটনার সময় লুন্ঠিত তেলের ড্রাম সহ বেশকিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর মহরম আলী জানান, সাতক্ষীরা জেলার হালিম বিশ্বাসের ডাকাতির ঘটনায় দেয়া অভিযোগকে গুরুত্ব সহকারে আমলে নিয়ে রবিবার রাতে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। ট্রলারের মালিক সহ অন্যান্য জড়িতদের আটকের জন্য এই অভিযান অব্যাহত থাকবে।

(এটি/এসপি/নভেম্বর ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test