E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

মাগুরায় ৫০টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে সাধারণ ও বিশেষ অনুদানের চেক বিতরণ

২০২০ নভেম্বর ২৪ ১৬:৪৮:৪৯
মাগুরায় ৫০টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে সাধারণ ও বিশেষ অনুদানের চেক বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ২০১৯-২০ অর্থ বছরে মহিলা বিষয়ক অধিদপ্তর নিবন্ধন জেলার ৫০টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে সাধারণ ও বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে । 

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন,উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি এ চেক বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।

এ সময় মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুলিয়া সুকায়না ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়ালসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রীরা উপস্থিত ছিলেন ।

আয়োজকরা জানান, এবার ২০১৯-২০ অর্থবছরে জেলায় ৫০টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ১৫ লক্ষ ৫৫ হাজার টাকার সাধারণ ও বিশেষ অনুদানের চেক প্রদান করা হচ্ছে । এর মধ্যে সদর উপজেলার ৩৩টি সাধারণ অনুদান প্রাপ্ত সমিতির মধ্যে ৯ লক্ষ ৪৫ হাজার, ১টি বিশেষ অনুদান প্রাপ্ত সমিতির মধ্যে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয় ।

তাছাড়া, মহম্মদপুর উপজেলায় ৪টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ১ লক্ষ ৬০ হাজার টাকা, শ্রীপুর উপজেলায় ২টি সাধারণ অনুদান প্রাপ্ত স্বেচছাসেবী মহিলা সমিতির মধ্যে ৭০ হাজার টাকা ও শালিখা উপজেলায় ১০টি সাধারণ অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ৩ লক্ষ ৩০ টাকার টাকার চেক বিতরণ করা হয় ।

(ডিসি/এসপি/নভেম্বর ২৪, ২০২০)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test