E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সামাজিক সমস্যা নির্মূলে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন : ফখরুল এমপি                            

২০২০ নভেম্বর ২৪ ২২:৪৮:২৭
সামাজিক সমস্যা নির্মূলে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন : ফখরুল এমপি                            

নীলকন্ঠ আইচ মজুমদার, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জ থেকে বিভিন্ন সামাজিক সমস্যা দূর করার জন্য সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে জোড়ালো প্রতিবাদ জানানোর আহবান জানান জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।

মঙ্গলবার সোহাগী ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে মাদক দ্রব্য ক্রয় -বিক্রয়, সেবন, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, নারী নির্যাতন, জুয়া, দুর্নীতি, সংঘর্ষ- সংঘাত, নারী পাচার, চোরাচালান, ভিক্ষাবৃত্তি সমস্যা বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বিশেষ করে মাদক নির্মূলের ক্ষেত্রে সোহাগী ইউনিয়নের উপর কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য গুরুত্বারোপ করেন এবং আগামী তিন মাসের মধ্যে মাদক মুক্ত করার নির্দেশ দেন পুলিশ প্রশাসনকে। তিনি আরো বলেন বর্তমান সরকার সামাজিক বহুমুখি সমস্যা নিরসনকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। সরকারের দেয়া বিভিন্ন সাহায্য সহযোগিতা বিতরণে কোন অনিয়ম দুর্নীতির খবর যেন কানে না আসে সে ব্যাপারে তিনি জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান। সন্ত্রাস অনিয়ম দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সাহসী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।

সভায় বিশেষ অতিথি উপজেলা নির্বাহী জাকির হোসেন বলেন,এলাকায় মাদক কেনা বেচা সেবনের সাথে সম্পৃক্ত আছে এমন তথ্য থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না করে আমাদের কাছে সঠিক তথ্য প্রদান করলে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সোহাগী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে সমস্যা বিরোধী সমাবেশে সোহাগী ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুরুল হুদা খান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, সোহাগী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজিত বনিক, মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম, সোহাগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মোতালেব, জাতীয় পার্টির সভাপতি আব্দুল মোতালেব, ইউপি সদস্য মজিবুর রহমান প্রমুখ।

(এন/এসপি/নভেম্বর ২৪, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test