E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইদুর মারা ইলেকট্রিক তারের ফাঁদে জড়িয়ে মৎস্যজীবী মারাত্মক জখম

২০২০ নভেম্বর ২৫ ১২:৩৭:২৭
ইদুর মারা ইলেকট্রিক তারের ফাঁদে জড়িয়ে মৎস্যজীবী মারাত্মক জখম

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ইদুর প্রতিরোধে ধানের বীজতলায় পাতা ইলেকট্রিক তারে জড়িয়ে এক মৎস্যজীবি মারাত্মক জখম হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদরের বকচরা বিলে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মৎস্যজীবির নাম আরশাদ আলী সরদার (৬০)। তিনি সাতক্ষীরা সদরের কাশেমপুর গ্রামের মৃত মোজাহার আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আরশাদ আলী জানান, প্রতিবেশী শাহীনুরকে নিয়ে তিনি মঙ্গলবার সন্ধ্যার পর বকচরা বিলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে বকচরা গ্রামের আকবর সরদারের ছেলে জিয়ারুল ইসলামের বীজপাতার চাতরের পাশ দিয়ে যাওয়ার সময় ইঁন্দুর প্রতিরোধে পাতা সরু ইলেকট্রিক তারে জড়িয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা শাহীনুর তার দু’ পায়ে জড়িয়ে থাকা বৈদ্যুতিক তার ছাড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে ওই তার পা থেকে ছাড়ানোর আগেই তিনি মারাত্মক জখম হন। খবর পেয়ে ছেলে বিল্লালসহ কয়েকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তানভির আহম্মেদ জানান, আরশাদ আলীর দু’ পা ইলেট্রিক তারে জড়িয়ে মারাত্মক জখম হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

ধানের পাতার চাতরের মালিক জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আরশাদ আলীর যাবতীয় চিকিৎসা খরচ তারা বহন করবেন।

(আরকে/এসপি/নভেম্বর ২৫, ২০২০)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test