E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে দুই শতাধিক পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

২০২০ নভেম্বর ২৫ ১৮:২৮:২২
সাভারে দুই শতাধিক পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

তপু ঘোষাল, সাভার : রাজধানীর সান্নিকটে সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডের অসহায় ২’শত ৫০টি পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, লাক্স সাবান ও ডোমেক্স পাউডার প্যাকেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর ২০২০) সকালে সাভার দক্ষিণপাড়া পুরাতন গাল্স স্কুল ভবন মিলনায়তনে সাভার পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটনকে সাথে নিয়ে সাভার পৌরসভা মেয়র হাজী আব্দুল গনি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্যাকেট তুলে দেন অসহায় ২’শত ৫০টি পরিবারের হাতে।

সেভ দি চিলডেন ও সিপ এর সহযোগিতায় এবং ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন এর আয়োজনে বিতরণকৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্রতি প্যাকেটে ১০ পিচ লাক্স সাবান, ২ পিচ ডোমেক্স পাউডার ও একটি মাস্ক ছিলো।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিপ এর প্রকল্প সমন্বয়কারী আফসানা আজাদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সচিব ফারুক হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা যুবরাজ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।

(টিজি/এসপি/নভেম্বর ২৫, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test