E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরের চারুভবনে উদ্বোধন হলো পৌর জাদুঘরের 

২০২০ নভেম্বর ২৫ ১৮:৫৩:১৩
শেরপুরের চারুভবনে উদ্বোধন হলো পৌর জাদুঘরের 

স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার উদ্যোগে জাদুঘর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শেরপুরের ১৫০ বছরের পুরাতন পৌরসভার চারু ভবনে অবস্থিত ওই জাদুঘরের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। 

শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত ও জেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডাঃ শারমিন রহমান অমি। জেলা রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মলয় মোহন বলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, তৌহিদুর রহমান বিদ্যুৎসহ জেলা আওয়ামী লীগ ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং শেরপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

যাদুঘরে দেড়শত বছরের পুরোনো শেরপুর পৌরসভার দুর্লভ আসবাসপত্র, মুক্তিযুদ্ধের স্মৃতিময় নানা ছবি, গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে।

শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, শেরপুরের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে শেরপুর জেলায় প্রথমবারের মতো যাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এতে বর্তমান প্রজন্ম আমাদের অতীত ইতিহাস জানতে পারবে।

(ওএস/এসপি/নভেম্বর ২৫, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test