E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

লাখো মানুষের ভালোবাসায় নড়াইলের পৌর মেয়রের চির বিদায়

২০২০ নভেম্বর ২৬ ১৫:৫৮:২৭
লাখো মানুষের ভালোবাসায় নড়াইলের পৌর মেয়রের চির বিদায়

নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো:জাহাঙ্গীর বিশ্বাসের নামাজে জানাযা বৃহস্পতিবার সকাল ১১ টায় সম্পন্ন হয়েছে। জানাযায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী সহ লাখো মানুষ উপস্থিত ছিলেন। 

গত বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২-২০ মিনিটের সময় রাজধানীর স্কয়ার হাসপাতালে মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত (১৮ নভেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস।

বুধবার রাত ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে লাশবাহী ফ্রিজার এ্যাম্বুলেন্সে নড়াইলে তার মরদেহ নিজ বাড়িতে আনা হয়। এ সময় স্বজন সহ শুভাকাঙ্খীদের কান্নার রোল পড়ে যায়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় নড়াইলের ভওয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে লাখো মানুষের উপস্থিতিতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় উপস্থিত ছিলেন,আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তুজা, নড়াইল -১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল জেলা পরিষদের চেয়াম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু সহ নড়াইল জেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

নামাজে জানাযা শেষ করে নেতা কর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান। পরে তাকে ভওয়াখালী নিজ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

(আরএম/এসপি/নভেম্বর ২৬, ২০২০)

পাঠকের মতামত:

১৭ জানুয়ারি ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test