E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গাজীপুরে ডাকাত ও জাল নোটসহ গ্রেফতার ৮

২০২০ নভেম্বর ২৭ ১৬:০৬:১৭
গাজীপুরে ডাকাত ও জাল নোটসহ গ্রেফতার ৮

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : গাজীপুরের বাসন থানাধীন চান্দনা মধ্যপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে ও ভিন্ন স্থান থেকে জাল টাকাসহ আরো ২ জনকে গ্রেফতার করে বাসন থানা পুলিশ। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) (অতিরিক্ত দায়িত্বে)জাকির হাসান জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা মধ্যপাড়া দেলোয়ারের টিনশেড বাড়িতে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দলের ৬ সদস্যকে হাতেনাতে দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, চান্দনা মধ্যপাড়া নিবাসী হানিফের ছেলে মোঃ আরিফ হোসেন (২২), চান্দনা মধ্যপাড়া বউ বাজার নিবাসী জাহিদুল ইসলামের ছেলে সোহেল (২৮), চান্দনা মধ্যপাড়ায় দেলুর বাড়ির ভাড়াটিয়া
মোঃ রশিদ মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া, চান্দনা মঞ্জুর বাড়ির ভাড়াটিয়া মোবারকের ছেলেমিজান (২৯), বাসন থানা বারিকের বাড়ির ভাড়াটিয়া মৃত আঃ করিমের ছেলে শহিদুল্লাহ (২৪) ও চান্দনা কাজী কবিরের বাড়ির ভাড়াটিয়া
মৃত হানিফের ছেলে শাহজালাল (২৪) গাজীপুর।

তাদের কাছে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ০৩টি চাপাতি, ০২টি ছুরি, ০১টি লোহার রড ও ০৫ গজ রশি এবং ডাকাতির কাজে ব্যবহৃত ০৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।ভিন্ন স্থান থেকে জাল টাকা সহ আরো ২ জনকে
২,৬০,০০০/- টাকার কথিত জাল নোটসহ গ্রেফতার করে বাসন থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, বাসন থানার দিঘিরচালা মোঃ নুরুল হকের বাড়ির ভাড়াটিয়া মোসাঃ শাপলা আক্তার (২৩) ও চান্দনার সুরুজের ছেলে মোঃ মাজহারুল ইসলাম (২২)।

উক্ত আসামীদের বিরুদ্ধে বাসন থানার মামলা নং-৩১, তারিখ-২৭/১১/২০২০ ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-অ রুজু করা হয়েছে।

পুলিশ আরো জানায়, উক্ত ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আসামীদের বিরুদ্ধে বাসন থানার মামলা নং-৩০, তারিখ-২৭/১১/২০২০ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ২৭, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test